হোম আমাদের সম্পর্কে জেলা বিচার বিভাগের ইতিহাস
মৌলভীবাজার জেলার বিচার বিভাগের ইতিহাস সম্পর্কিত তথ্য
সৈয়দ শাহ মোস্তফা (রাঃ) এর উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মনু নদীর তীরে ১৮১০ খ্রিস্টাব্দে যে বাজার প্রতিষ্ঠা করেন তাকে কেন্দ্র করে ২৬টি পরগনা নিয়ে ১৮৮২ খ্রিস্টাব্দের ০১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট মহকুমা। ১৯৬০ খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট মহকুমার নাম বদলে রাখা হয় মৌলভীবাজার মহকুমা, যা ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারী জেলায় উন্নীত হয়।
বাংলাদেশের উত্তর-পূর্বাংশে প্রায় শত চা বাগান ও হাওর বেষ্টিত এক নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলা। সবুজ প্রকৃতি, দৃষ্টি নন্দন চা বাগান, স্বতন্ত্র বৈশিষ্টের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি, বর্ষার অপরূপ হাওর তার আপন মহিমায় এ জেলাকে অন্য জায়গা হতে ভিন্ন পরিচিতিতে গরীয়ান করেছে। দুটি পাতা একটি কুড়ির সবুজে ভরা মায়াবী স্বপ্নপুরী এ মৌলভীবাজার জেলায় রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, খাসিয়া পানপুঞ্জি, হাকালুকি ও হাইল হাওরের নীল জলরাশি ও চা বাগানের দিগন্তজোড়া সবুজ। বর্তমানে মৌলভীবাজার জেলায় ০৭ টি উপজেলা ও ০৫টি পৌরসভা রয়েছে।
মৌলভীবাজার জেলার বিচার বিভাগের ইতিহাস:
১৮৮২ খ্রিস্টাব্দের ০১ এপ্রিল সিলেট মহকুমা প্রতিষ্ঠার পর পূর্বে প্রতিষ্ঠিত হিঙ্গাজিয়া মুন্সেফী আদালত মৌলভীবাজারে স্থানান্তারিত হয়। তৎকালীন মহকুমা মুন্সেফ ছিলেন রায় বাহাদুর শ্রীযুক্ত দীনবাস সরকার বিএ. বিএল। এ আদালতটি বর্তমানে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জজ মহোদয়ের বাংলোর স্থানে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮০ খ্রিস্টাব্দে মুন্সেফী আদালত শহরের চৌমোহনা চত্বর হতে বর্তমান পুলিশ সুপারের কার্যালয়ের ভবনে স্থানান্তরিত হয়। এ আদালতটি বর্তমানে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জজ মহোদয়ের বাংলোর স্থানে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮০ খ্রিস্টাব্দে মুন্সেফী আদালত শহরের চৌমোহনা চত্বর হতে বর্তমান পুলিশ সুপারের কার্যালয়ের ভবনে স্থানান্তরিত হয়। ২৮.০২.১৯৮১ খ্রিস্টাব্দ এবং ০৯.০৬.১৯৯৪ খ্রিস্টাব্দ তারিখ মৌলভীবাজার সাব জজ কোর্ট এবং ১৮.০৬.১৯৯১ খ্রিস্টাব্দ তারিখ অতিরিক্ত জেলা জজ আদালত প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মারক নং-547-JIV/5-C-1, তারিখ: ০৬.০৮.১৯৮৪ খ্রিস্টাব্দ এবং আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-3/8Jud-3/IT-3/84, তারিখ: ২১.০৮.১৯৮৪ খ্রিস্টাব্দ প্রদত্ত আদেশ মোতাবেক ০১ সেপ্টেম্বর ১৯৮৪ খ্রিস্টাব্দ তারিখ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। মৌলভীবাজার জেলার প্রথম জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম, যিনি পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ২০.০২.১৯৯৫ খ্রিস্টাব্দ তারিখ জেলা ও দায়রা জজ আদালত ভবন বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়।
মৌলভীবাজারের বর্তমান বিচার প্রশাসন ও অবকাঠামো:
জেলা শহরের প্রাণকেন্দ্রে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য আদালত সমূহ কার্যক্রম পরিচালনা করে আসছে। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর মৌলভীবাজারে প্রথম পতাকা উত্তোলন স্থান এ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে নির্মিত হয় এক ম্যুরাল- এক আঙ্গুলের ইশারায়।
বর্তমানে ১৯২২ খ্রিস্টাব্দ সালে নির্মিত একটি ভবনসহ অপর তিনতলা আরেকটি ভবনে পরিচালিত হচ্ছে, জেলা ও দায়রা জজ আদালত সহ ০২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ০২টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ০১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ০২ টি সিনিয়র সহকারী জজ আদালত ও ০৪টি সহকারী জজ আদালতের কার্যক্রম।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল:
বিগত ২৭.০১.২০০৩ খ্রিস্টাব্দ তারিখ প্রতিষ্ঠিত মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম জেলা জজ ভবন হতে পরিচালিত হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রথম বিচারক ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত:
ঐতিহাসিক মাজদার হোসেন রায়ের আলোকে বিচার বিভাগ পৃথকীকরণের পর ০১.১১.২০০৭ খ্রিস্টাব্দ তারিখ মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার। দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, মৌলভীবাজারের প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মাহবুব মোরশেদ।বর্তমানে ০১টি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ০৩টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ০৪টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী পরিচালিত হচ্ছে। জেলা শহর হতে দূরবর্তী হওয়ায় বড়লেখায় রয়েছে বড়লেখা চৌকি আদালত। নির্মীয়মান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতটি একটি আটতলা ভবন, যার পঞ্চম তলা পর্যন্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা লিগ্যাল এইড অফিস:
সমাজের দরিদ্র, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্টির অধিকার নিশ্চিতে জেলা লিগ্যাল এইড অফিস, মৌলভীবাজারের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলা লিগ্যাল এইড অফিস অত্র জেলার বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থলে পরিচিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের চতুর্থ তলায় জেলা লিগ্যাল এইড অফিসের অবস্থান। সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন কর্মকর্তা বর্তমানে লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা থাকা সত্বেও বাংলাদেশ রাষ্ট্রের অঙ্গীকার পূরণে ও আইনের শাসন প্রতিষ্ঠায় এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মৌলভীবাজার বিচার বিভাগ দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
বিশেষ দ্রষ্টব্যঃ মৌলভীবাজার জেলা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেয়া লিংকে ক্লিক করুন।